শিয়ালদহের ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার অ্যাপের মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে যাবেন যাত্রীরা

এই স্টেশন দিয়ে দৈনিক ১৫ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্বভাবতই এখন থেকে বিরাট সংখ্যক মানুষ এই প্রযুক্তিগত স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন।

February 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহ স্টেশনে ঢুকে লোকাল ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন গ্যালপিং কি না জানতে হাপিত্যেশ করার দিন শেষ। স্মার্ট ফোনে অ্যাপ ক্লিক করলেই ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন যাত্রীরা। ‘শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম’(এসএসটিএস)–গুগল স্টোরে গিয়ে এই নাম টাইপ করলেই অ্যাপ মিলে যাবে। তা থেকে দেশের ব্যস্ততম স্টেশনটির লোকাল ট্রেনের যাবতীয় তথ্য মিলবে মুঠোফোনে। এই স্টেশন দিয়ে দৈনিক ১৫ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্বভাবতই এখন থেকে বিরাট সংখ্যক মানুষ এই প্রযুক্তিগত স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন।

কী কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে? এক রেলকর্তা উদাহরণ দিয়ে বলেছেন, ধরুন আপনি কল্যাণী লোকাল ধরবেন। সে ক্ষেত্রে আগে স্টেশনে পৌঁছে ডিসপ্লে বোর্ডে চোখ রাখার জন্য হুড়োহুড়ি পড়ে যেত। এই অ্যাপে আগে থেকেই কল্যাণী লোকালের টাইমিং, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সব জানা যাবে। পাশাপাশি ট্রেনটির গন্তব্যে পৌঁছনোর সম্ভাব্য সময়ও আগে থেকে জানিয়ে দেবে অ্যাপটি। অত্যাধুনিক এই প্রযুক্তিতে লোকালের রিয়েল টাইম আপডেট হাতে হাতে পাবেন যাত্রীরা। অর্থাৎ শিয়ালদহ থেকে ছেড়ে কোন সময় কোন স্টেশন পৌঁছচ্ছে ট্রেন সবটাই দেখা যাবে মোবাইলের পর্দায়। তিন সেকেন্ড অন্তর আপডেট আসবে। অর্থাৎ তিন সেকেন্ড অন্তর শিয়ালদহ থেকে রওনা দেওয়া কিংবা এসে পৌঁছনো লোকাল ট্রেনের গতিবিধির প্রকৃত চিত্র উঠবে ফুটে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেনটি কত বগির বা গ্যালপিং কি না, তাও জানা যাবে।

রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে চলা কোনও লোকাল বাতিল হলে কিংবা চলাচলের সময়ের হেরফের হলে সেই সংক্রান্ত তথ্যও নিমেষে চলে আসবে অ্যাপে। জানা গিয়েছে, এসএসটিএস অ্যাপের ‘নোটিফিকেশন’ অপশনে গিয়ে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, শিয়ালদহ শাখায় মোট তিনটি লাইন রয়েছে। নর্থ, সাউথ এবং মেইন। বর্তমানে লোকাল-দূরপাল্লা মিলিয়ে প্রতিদিন আটশো’রও বেশি ট্রেন চলাচল করে শিয়ালদহ দিয়ে। এই বিরাট সংখ্যক ট্রেনের যাবতীয় সুলুকসন্ধান দিতে শিয়ালদহ ডিভিশনের অফিসারদের তৈরি এই প্রযুক্তি নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen