সরস্বতী মূর্তি তৈরিতেও AI-এর সাহায্য!
পালপাড়ার শিল্পীদের কাছে এসে বহু মানুষ এআই-এ তৈরি সরস্বতী প্রতিমা দেখিয়েছেন। তা দেখেই তৈরি হয়েছে প্রতিমা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসতের শেঠপুকুর এলাকায় রয়েছে পালপাড়া। এবার সরস্বতী প্রতিমা তৈরির ক্ষেত্রেও বদল এনেছেন পালপাড়ার শিল্পীরা। এবার তৈরি হয়েছে কার্টুন সরস্বতী। জানা গিয়েছে, ফ্ল্যাট কালচারে এই প্রতিমার চাহিদা বেশি। কারণ অল্প জায়গার মধ্যে সরস্বতী পুজো করতে চায় আপামর বাঙালি। ফলে ছোট্ট প্রতিমার প্রতি ঝোঁক বেড়েছে সকলের। এআইয়ের তৈরি করা মূর্তির ছবি দেওয়া হচ্ছে মৃৎশিল্পীদের। আর সেই মতোই তৈরি হচ্ছে মা সরস্বতীর প্রতিমা। এবার কার্যত সুপারহিট কার্টুনের ‘মিষ্টি সরস্বতী।’
পালপাড়ার শিল্পীদের কাছে এসে বহু মানুষ এআই-এ তৈরি সরস্বতী প্রতিমা দেখিয়েছেন। তা দেখেই তৈরি হয়েছে প্রতিমা। মৃৎশিল্পীরা বলছেন, এই ধরনের প্রতিমা তৈরি করতে সময় অনেকটাই বেশি লেগেছে। কারণ, এর কোনও নির্দিষ্ট ছাঁচ নেই। সাবেকি প্রতিমা তৈরি করতে যে সমস্ত সামগ্রী লাগে, তা এতে লাগলেও কাজ আলাদা। একটি প্রতিমা তৈরি করতে একমাসের বেশি সময় লাগে। আমাদের কাছে অনেক অর্ডার এসেছিল। কিন্তু সময়ে জোগান দিতে পারব না বলে তা বাতিল করেছি। সাবেকি প্রতিমা করতে যা খরচ হয়, তার থেকে অনেকটাই বেশি লাগে এই প্রতিমা তৈরি করতে।