দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের হাব হবে কলকাতা বিমানবন্দর

কলকাতার বিমানবন্দরের হাত ধরে যোগাযোগ ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায় সেদিকে আমাদের সর্বদা নজর রয়েছে।

February 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে দীর্ঘদিন ধরে কলকাতা-লন্ডন এবং বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে দাবি জানিয়ে আসা হচ্ছিল। বিধানসভায় গত শীতকালীন অধিবেশনে এই বিষয়ে আলোচনাও হয়। এবার সেই কলকাতা এয়ারপোর্ট নিয়ে বড় আশার কথা শোনালেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী।

রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী কিনঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্য়ে অন্যতম সেরা বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে কলকাতা। ইতিমধ্যেই এই বিমানবন্দরের বয়স ১০০ বছরের গন্ডি পেরিয়ে গিয়েছে। কলকাতার বিমানবন্দরের হাত ধরে যোগাযোগ ব্যবস্থা কী করে আরও উন্নত করা যায় সেদিকে আমাদের সর্বদা নজর রয়েছে। ইউরোপের সঙ্গে এর সরাসরি যাতে যোগাযোগ গড়ে তোলা যায় সেদিকে আমরা সচেষ্ট হয়েছি।

এখানেই না থেমে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “বিশ্বের পূর্ব দিকে থাকা দেশগুলির সঙ্গে যাতে ভারতের সম্পর্ক আরও জোরদার হয় তার জন্যও কলকাতা বিমানবন্দরের দিকে আমাদের নজর রয়েছে। এটাকে হাব করে যাতে কাজ চালানো যায় সেদিকে আমাদের নজর রয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen