নির্মলা সীতারমণের বাজেট বাংলা বিরোধী, জবাবি ভাষণে দাবি অভিষেকের
এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্থিক অবরোধ। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধি এবং বাংলার উন্নয়ন রুখে দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের জবাবি বক্তৃতায় লোকসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নির্মলা সীতারমণ যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, সেটা বাংলা বিরোধী বাজেট। এদিন তথ্য তুলে ধরে অভিষেকের দাবি জানালেন, বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। উলটে বাংলা বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা। সেই বকেয়াও মেটানো হচ্ছে না। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্থিক অবরোধ। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধি এবং বাংলার উন্নয়ন রুখে দেওয়া হচ্ছে।
আজ কেন্দ্রের বাজেটকে আক্রমণ করে অভিষেক দাবি করেন, পাশের রাজ্য বিহারে শুধু বিজেপি সরকারে আছে বলে বিহার উপঢৌকন পাচ্ছে। আর বাংলায় বিজেপি ক্ষমতায় নেই বলে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। সংসদে অভিষেক দাবি করলেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে ‘হাফ ফেডারেলিজম’ চলছে। কী এই হাফ ফেডারেলিজম? সেটার ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক। তিনি বলেন, বিহারে বিজেপির ১২ জন সাংসদ আছেন। বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ। কিন্তু বিহারে বিজেপি শাসক শিবিরে তাই বিহার বোনাস পাচ্ছে আর বাংলায় যেহেতু বিজেপি বিরোধী আসনে তাই অর্থনৈতিক বঞ্চনা ছাড়া আর কিছুই পাচ্ছে না। সেটাই ‘হাফ ফেডারেলিজম’।
অভিষেকে দাবি করেছেন, শুধু ১০০ দিনের কাজে ৭ হাজার কোটির বেশি বকেয়া রাজ্যের। বাংলার ৫৯ লক্ষ শ্রমিক বঞ্চিত। আবাস যোজনায় ৮ হাজার কোটি টাকার বেশি বকেয়া। এতে ১৩ লক্ষ পরিবার বঞ্চিত। এরপর অভিষেক জানিয়ে দেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলা এই কর্মপ্রার্থীদের কাজ দিচ্ছে, গৃহহীনদের বাড়ি দিচ্ছে।