সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে, ভোগান্তির আশঙ্কা

ফের বাতিল, ফের ভোগান্তি।

February 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের বাতিল, ফের ভোগান্তি। ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের জন‌্য প্রায় পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। ওই রাতে দুজোড়া ডায়মন্ড হারবার লোকাল মগরাহাট ও বারুইপুরে যাত্রা শেষ করবে। রবিবার ৯ ফেব্রুয়ারি আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে। ওই দিন সকালে চারজোড়া ডায়মন্ডহারবার লোকাল মগরাহাটে যাত্রা শেষ করে ফের সেখান থেকে ঘুরে শিয়ালদহ আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen