‘বিদায় নেওয়ার সময় এসেছে’, বলিউড ‘শাহেনশাহ’র পোস্টে সরগরম নেট দুনিয়া

ভক্তদের বিশ্বাস সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নেবেন শাহেনশাহ। মোটের উপর অমিতাভ বচ্চনের পোস্ট নিয়ে উত্তাল নেট দুনিয়া।

February 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৮২ টা বসন্ত পার করেও সিনেমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবেতেই তিনি দর্শকের মন জয় করে চলেছেন। জীবনের প্রত্যেক মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। এমনকী নিয়মিত ব্লগও লেখেন তিনি।

সম্প্রতি এই প্রবীণ মেগাস্টার তাঁর এক্স হ্যান্ডেলে এমন এক পোস্ট করলেন, যা দেখে অনুরাগীদের উদ্বেগ বেড়েই চলেছে। বিগ বি পোস্টে লেখেন, ‘Time to go…’, অর্থাৎ- “বিদায় নেওয়ার সময় এসেছে।”

সপ্তাহান্তের এই পোস্ট দেখে অনুরাগীরা অনেকে ভেঙে পড়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, তাহলে কি এবার অভিনয় থেকে অবসর নিচ্ছেন? কেউ আবার প্রশ্ন করেছেন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখলেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউ কেউ আবার পজিটিভভাবে প্রশ্ন করেছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ তবে ভক্তদের বিশ্বাস সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নেবেন শাহেনশাহ। মোটের উপর অমিতাভ বচ্চনের পোস্ট নিয়ে উত্তাল নেট দুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen