সংসদের কড়চা: দিনভর অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?

সংসদের কড়চা: দিনভর অধিবেশনে কী কী করলেন তৃণমূল সাংসদেরা?

February 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

লোকসভা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়: ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনায় বক্তব্য রাখেন।

রাজ্যসভা

নাদিমুল হক: জিরো আওয়ারে অল ইন্ডিয়া রেডিও’কে (এআইআর) একটি বিশ্বমানের জাতীয় সম্প্রচারকারী সংস্থায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করেন।

ডেরেক ও’ব্রায়েন: জিরো আওয়ারে গোয়ার উপকূলীয় সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি কক্ষের সরকার বা বিরোধী কোনও সদস্যের বক্তব্য রাখার সময় যাতে মাইক্রোফোন বন্ধ না করা হয়, তার জন্য তিনি মাননীয় চেয়ারের কাছে আবেদন রাখেন।



সাকেত গোখলে: অশোকনগরে খনন কাজ শুরু করার জন্য কতবার অনুমতি দিয়ে রাজ্য সরকারের তরফে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে, তা উল্লেখ করেন। যা কেন্দ্রীয় সরকার অস্বীকার করেছে।

দোলা সেন: তিনি প্রশ্ন করেন তাঁত শিল্পকে কেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে এবং কেন এই প্রকল্পটি থেকে তাঁত শিল্পের সঙ্গে 60 বছরের বেশি সময় ধরে যুক্ত কারিগরদের সুবিধা দেওয়া হচ্ছে না?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনায় বক্তব্য রাখেন।

সুস্মিতা দেব: ২০২৫-২৬ এর কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনায় বক্তব্য রাখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen