আগামীকাল বাজেটে গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে বরাদ্দ রেকর্ড বৃদ্ধির সম্ভাবনা

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি গোহারা হারার পর থেকে ‘১০০ দিনের কাজ’ প্রকল্পে রাজ্যকে কোনও অর্থ দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার।

February 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
বুধবার বিকেল পেশ করা হবে রাজ্য বাজেট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি গোহারা হারার পর থেকে ‘১০০ দিনের কাজ’ প্রকল্পে রাজ্যকে কোনও অর্থ দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। এই অবস্থায় গ্রামীণ এলাকার গরিব মানুষের স্বার্থে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করে উপার্জনের বিকল্প পন্থার হদিশ দিয়েছে রাজ্য। সেই সঙ্গে জবকার্ড হোল্ডারদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কোষাগার থেকে। চব্বিশের লোকসভা ভোটে এই কাজের সুফলও পেয়েছে রাজ্যের শাসক দল।

কয়েকমাস পরেই বিধানসভা ভোটের দামামা বেজে যাবে রাজ্যে। চতুর্থবার সরকার গঠনের লক্ষ্যে মহাযুদ্ধে নামবে রাজনৈতিক দলগুলি। এই আবহে ছাব্বিশের ভোটই যে ‘পাখির চোখ’, তার প্রতিফলনও এবারের বাজেটে স্পষ্ট হবে মনে করছে ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনের আগে বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সূত্রের খবর, সামাজিক সুরক্ষা, শিক্ষা, যুবক-যুবতীদের কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে গুরুত্ব না কমিয়েই গ্রামীণ এলাকার উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ ১৩ থেকে ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব আসতে চলেছে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে এই বৃদ্ধি ছিল পাঁচ থেকে ছয় শতাংশ। ২০২৪-২৫-এ এই খাতে ১১.২৭ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছিল।

শুধু ‘১০০ দিনের কাজ’ নয়, কেন্দ্র আবাস প্রকল্পের টাকাও দেয়নি। তাই নিজস্ব কোষাগার থেকে ২৮ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য মোট খরচ হবে প্রায় ৩২ হাজার কোটি টাকা। প্রথম পর্যায় ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে (মোট সাত হাজার কোটি) ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এপ্রিল-মে মাসে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাকি ১৬ লক্ষকে (আট লক্ষ করে) দু’ভাগে টাকা দেওয়া হবে। ফলে শুধুমাত্র বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পের জন্যই পঞ্চায়েত দপ্তরকে বাজেট বরাদ্দ বাড়ানোর পথে হাঁটতে হচ্ছে। তাই এই দপ্তরের অন্যান্য কয়েকটি ক্ষেত্রের বাজেট বরাদ্দ সামান্য কাঁটছাঁট করার প্রস্তাবও থাকছে বলে খবর। বিধানসভা ভোটের আগেই ‘পথশ্রী-৪’ প্রকল্প চালু করে আরও রাস্তা তৈরির পরিকল্পনা থাকতে পারে বাজেটে। কারণ, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ সহ নানা মাধ্যমে প্রায় ২২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির অনুরোধ জমা পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন