পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মাঘী পূর্ণিমায় শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষ্যে মেতে উঠল হাওড়া

February 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঘী পূর্ণিমায় শীতলা মায়ের স্নানযাত্রাকে কেন্দ্র করে গোটা জেলা উৎসবে মেতে উঠল।
হাজার হাজার ভক্ত দণ্ডি কাটলেন। পুজো দিলেন। মঙ্গলবার বিকেল থেকে উৎসব উপলক্ষ্যে সালকিয়া, বেলগাছিয়া, ঘুসুড়ি-সহ উত্তর হাওড়ার রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন হওয়ায় প্রশাসনিক কড়াকড়ি ছিল। পরীক্ষা পর্ব মিটতেই শীতলা মায়ের স্নানযাত্রায় অংশ নিতে কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় জমান।

সালকিয়ার বড় শীতলা মায়ের মন্দির খুবই বিখ্যাত। জনশ্রুতি অনুযায়ী, এখানকার শীতলা দেবীরা সাত বোন। হরগঞ্জ বাজারের পাশে অরবিন্দ রোড এলাকায় প্রতিষ্ঠিত মন্দিরের শীতলা দেবী হলেন বড় বোন। মেজ, সেজ ও ছোট শীতলা মা রয়েছেন। রীতি অনুযায়ী, প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন প্রত্যেক দেবীকে মন্দির থেকে বের করে শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় গঙ্গাস্নানের জন্য। সালকিয়ার ক্ষেত্রমোহন মিত্র লেন, মুরগিহাটা, কালীতলা, সীতানাথ বোস লেন, জিটি রোড, অরবিন্দ রোড হয়ে বাঁধাঘাটের দিকে যায় বিশাল শোভাযাত্রা। লক্ষ লক্ষ ভক্ত পা মেলান।

স্নানযাত্রায় ব্যতিক্রম কেবল ছোট মা। ছোট শীতলা মাকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে গেলে তিনি নাকি হারিয়ে যান। ছোট মা নিজের বোনদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন। আচমকা গঙ্গা গর্ভে হারিয়ে যান তিনি। অনেক অনুরোধের পর দেবীকে ফেরানো গিয়েছিল। সেজন্য ক্ষেত্রমোহন মিত্র লেনের মন্দিরে আজও দেবীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মন্দিরের ঘট গঙ্গায় নিয়ে এসে স্নান করানো হয়। প্রথা মেনে স্নানযাত্রার আগে প্রত্যেক বোন ছোট মায়ের মন্দিরে এসে তাঁর সঙ্গে দেখা করে যান। হাওড়া বাদেও এই বিশাল স্নানযাত্রায় অংশ নেয় হুগলির বিভিন্ন এলাকার শীতলা মায়েরাও। ব্যান্ডপার্টি, সং, আদিবাসী নৃত্যের মাধ্যমে শোভাযাত্রা হয়।

ভক্তদের বিশ্বাস, বসন্তের বিভিন্ন রোগ থেকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন বড় মা। মায়ের স্নান শেষে তাঁকে মন্দিরে নিয়ে এসে রাতভর পুজো করা হয়। এরপর ভোরের আলো ফুটতে ‘ষোলো আনার পুজো’ হওয়ার পর ব্রত সম্পূর্ণ হয়। উৎসবের দিনে উপবাসীরা নতুন জামাকাপড় ও গামছা পরে মায়েদের বাঁশের পালকিতে কাঁধ দেন। মনষ্কামনা পূরণ করতে বাঁধাঘাট থেকে বড়মার মন্দির পর্যন্ত কয়েক হাজার ভক্তকে দণ্ডী কাটেন। অন্যান্য বছর দুপুর থেকে স্নানযাত্রার পর্ব শুরু হয়। এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে দুপুরের পর তা শুরু করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maghi Purnima, #ma shitala, #snanjatra, #howrah

আরো দেখুন