রাজ্য বিভাগে ফিরে যান

রাজধানীর পালাবদলের প্রভাব পড়বে বঙ্গে? জেনে নিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের অভিমত

February 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় আড়াই দশকেরও বেশি সময় পর দিল্লির গদিতে ফিরেছে পদ্ম পার্টি। আপ সরকারের পতন হয়েছে। গোটা দেশের রাজনীতিতে তা নিয়ে চর্চাও চলছে। বাংলায় কি রাজধানীর ফলাফলের কোনও অভিঘাত পড়বে? বুধবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেন, বাংলায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

প্রবীণ অর্থনীতিবিদের কথায়, “তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলগুলি বাংলায় আলাদা আলাদা লড়ছে। রাজ্যের মানুষ ধর্মনিরপেক্ষতার গুরুত্ব সম্পর্কে সচেতন। এখানে সকলের জন্য শিক্ষা এবং স্বাস্থ্যের সংস্থান রয়েছে। সামজিক ন্যায়ও প্রতিষ্ঠিত। দিল্লির মতো বিপর্যয় আমি বাংলায় দেখতে পাচ্ছি না।” নোবেলজয়ী অর্থনীতিবিদের বিশ্বাস, বাংলা কখনও সাম্প্রদায়িকতার ফাঁদে পা দেবে না।

অমর্ত্য সেন মনে করেন, দিল্লিতে আপ ও কংগ্রেস; দুই দলের একজোট হয়ে লড়াই করা উচিত ছিল। হাল ছাড়তে রাজি নন অর্থনীতিবিদ। তাঁর কথায়, “আমি দিল্লির ভোটের ফলকে বড় করে দেখতে চাই না। অবশ্যই এর গুরুত্ব রয়েছে। আপ জিতলে এই ফল অন্য মাত্রা পেত।” তাঁর আরও সংযোজন, বহু আসনের ফলাফল বিচার করলেই দেখা যাবে খুব কম ব্যবধানে জিতেছে বিজেপি। কখনও কখনও কংগ্রেসের পাওয়া ভোটের থেকেও এই জয়ের ব্যবধান অনেক কম। তবে আলাদাভাবে লড়াই করার জন্যই আপ হেরেছে বলে মনে করছেন না দেশের এই কৃতি সন্তান।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Amartya Sen, #delhi, #politics

আরো দেখুন