ধনখড়ের মতোই ‘অপমান রোগ’-এ সংক্রমিত আনন্দ বোস! কেন মানহানির ক্ষতিপূরণ দাবি রাজ্যপালের?

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু?

February 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু? রাজ্যপাল সিভি আনন্দ বোসের দাবি, দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের শপথের আইনত বৈধতা ছিল না। তিনি বলেন, তারা উপাধ্যক্ষ নির্দেশ অমান্য করে অধ্যক্ষের হাতে শপথ গ্রহণ করেছিলেন। যা সংবিধান এবং বিধানসভা কার্যপদ্ধতির বিরুদ্ধে। রাজ্যপাল মনে করেন, এই পদক্ষেপ কেবল সাংবিধানিক পদের প্রতি অবজ্ঞা নয়, বরং রাজ্যপালের বিরুদ্ধে কুৎসা রটানোর ষড়যন্ত্র। তিনি মানহানির মামলা করতে বাধ্য হয়েছেন।

রাজ্যপালের দাবি, শপথ গ্রহণের সময় যে আন্দোলন হয়েছিল, তা একজন রাজ্যপাল হিসেবে তাঁর মর্যাদাকে আঘাত করেছে। এটি দেশের সংবিধানিক ব্যবস্থা ও রাজ্যপালের পদকে অসম্মানিত করেছে। রাজ্যপাল প্রাথমিকভাবে ৪৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। রাজ্যপাল বলেছেন, মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়কের এই অবৈধ কার্যকলাপের কারণে তাঁর ব্যক্তিগত সম্মান এবং রাজ্যপাল হিসেবে তাঁর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে ২২ কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

রাজ্যপালের দাবি, তাঁর বিরুদ্ধে যে ধরনের আপত্তিকর মন্তব্য করা হয়েছে, তা অসম্মানজনক। মনে করা হচ্ছে, এতে রাজ্য সরকারের ও রাজ্যপালের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল রাজনীতি করছেন। তিনি শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen