হারিয়ে যাচ্ছে না হলুদ ট্যাক্সি! শহরে নয়া রূপে ফিরছে আনন্দনগরীর ঐতিহ্যবাহী যান
দেখুন ভিডিও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের রাস্তায় দেখা যাবো নতুন হেরিটেজ ট্যাক্সি। পরিবহণ দপ্তর আনুষ্ঠানিকভাবে এই হেরিটেজ ট্যাক্সির নকশায় অনুমোদন দিয়েছে। হেরিটেজ সংরক্ষণের কাজ করা এক সংস্থা এই ট্যাক্সির নকশা নিয়ে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যকে। পরিবহণ দপ্তরের সচিব সেই প্রস্তাব অনুমোদন করেছেন। জানা যাচ্ছে, নকশায় ধরা দেবে কলকাতার ঐতিহ্য। থাকবে ভিক্টোরিয়ার ছোঁয়া।
হলুদ ট্যাক্সির দু-পাশে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের আদলে কালো রঙের অলঙ্করণ। প্রতি মাসে অন্তত ২০টি নতুন হেরিটেজ ট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে। ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে এই ট্যাক্সির বুকিং করা যাবে। অ্যাম্বাসাডরের বদলে মডেলে আনা হচ্ছে ‘ওয়্যাগন আর’। ট্যাক্সির রূপ খানিকটা বদলাবে। অক্ষত থাকবে পরিচিত হলুদ রঙ। সংস্থাটি মারুতির সঙ্গে চুক্তি করেছে।
খুব শীঘ্রই হেরিটেজ ট্যাক্সি কলকাতার রাস্তায় চলবে। আধুনিকতার মিশেলে শহরের পরিবহণ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এই ট্যাক্সি।