নেত্রীর নির্দেশে ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা জমা দিচ্ছেন তৃণমূল বিধায়করা, জল্পনা শুরু দলের অন্দরে

১০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের একাধিক নির্দেশ দিয়েছেন নেত্রী।

February 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
— ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের একাধিক নির্দেশ দিয়েছেন নেত্রী। তাতে বিধায়কদের উদ্দেশে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা তাঁদের জমা দিতে হবে। যেখানে প্রয়োজন মনে করবেন বিধায়করা, সেখানকার জন্যই নামের তালিকা জমা দেবেন তাঁরা। তালিকা পাঠাতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে।

সেই মতো ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা জমা দিচ্ছেন বিধায়করা। যেসব আসনে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে জেলা সভাপতিরা এই তালিকা জমা দিচ্ছেন। এনিয়েই তৃণমূলের অন্দরে জোর গুঞ্জন এখন—সর্বোচ্চ নেত্রী কী সিদ্ধান্ত নেবেন? কাদের বদল করা হবে, কারা নতুন দায়িত্ব পাবেন, কারা আগের পদে থাকবেন? তবে রাজ্য স্তরের কোনও নেতাই দায়িত্বের সঙ্গে বলতে পারছেন না যে, তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামোয় কতটা বদল আসবে।

দলীয় সূত্রে খবর, দুই ২৪ পরগনা, বর্ধমান, মেদিনীপুরসহ কয়েকটি জেলার বিধায়করা এই নামের তালিকা ইতিমধ্যেই জমা দিয়েছেন। আর তা নিয়েই জোর চর্চা চলছে এখন তৃণমূল কংগ্রেসের অন্দরে। এই তালিকাগুলির পুরোটাই মান্যতা পাবে এমনও নয়। নিজস্ব ‘সোর্স’ মারফত বিভিন্ন এলাকা থেকে খবর নেবেন তিনি। তার ভিত্তিতেই সবদিক বিচার বিশ্লেষণ করে কোনও জায়গায় অদলবদলের প্রয়োজন থাকলে, তা তিনি নিজেই করবেন। অর্থাৎ সব তালিকা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen