ট্রেনের চেয়েও কম খরচে চেন্নাই-কলকাতা সফর! জানুন উপায়
কুড়িজন বসার আসন বিশিষ্ট এবং চার টন ওজন বহন ক্ষমতা সম্পন্ন যান বানানোর চেষ্টা করছে সংস্থাটি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র ছ’শো টাকায় চেন্নাই থেকে কলকাতা সফর করা যাবে। যা এসি থ্রি টায়ার ট্রেনের টিকিটের চেয়েও সস্তা। আইআইটি মাদ্রাজের সাহায্যে এক অভিনব যান আনতে চলছে ওয়াটারফ্লাই টেকনোলজি নামের এক স্টার্ট-আপ সংস্থা। নাম দেওয়া হয়েছে উইং-ইন-গ্রাউন্ড ক্র্যাফট। এটি একটি ই-ফ্লাইং বোট। এখনও অবধি যা প্রোটোটাইপ স্তরে রয়েছে।
প্রায় ১,৬০০ কিলোমিটারের সফরে উইং-ইন-গ্রাউন্ড ক্র্যাফট-এ এক একটি আসনের ভাড়া পড়বে ৬০০ টাকা, এমনই মনে করছেন ওয়াটারফ্লাই টেকনোলোজির সিইও হরিশ রাজেশ। এটি পরিবেশ দূষণ ছড়াবে না। পাশাপাশি জলপথ ও আকাশপথে দ্রুত গতিতে ছুটতেও পারবে। সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় পাঁচশো কিলোমিটার। প্রায় ১৫০ মিটার অবধি উড়তে পারবে এই ই-ফ্লাইং বোট। ব্যাটারিতে চলবে এটি। দু’হাজার কিলোমিটার চলতে পারে এমন ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন ইলেকট্রিক ব্যাটারি ব্যবহার করা হবে।
কুড়িজন বসার আসন বিশিষ্ট এবং চার টন ওজন বহন ক্ষমতা সম্পন্ন যান বানানোর চেষ্টা করছে সংস্থাটি। চলতি বছরের শেষে বাণিজ্যিকভাবে উইং-ইন-গ্রাউন্ড ক্র্যাফটের উৎপাদন শুরু করার বিষয়ে আশাবাদী স্টার্ট-আপ সংস্থাটি। দেশের পাশাপাশি বিদেশেও চলাচল করবে এই ই-ফ্লাইং বোট। ২০২৯ সালের মধ্যে চেন্নাই-সিঙ্গাপুর, দুবাই- লস অ্যাঞ্জেলসের মধ্যে এই ক্র্যাফট চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।