দেশ বিভাগে ফিরে যান

যাত্রী চাহিদা বাড়লেই একই ভাড়ায় চলবে ক্লোন ট্রেন

September 14, 2020 | 2 min read

কোনও রুটে যাত্রী চাহিদা বাড়লেই এবার চালু হবে ক্লোন ট্রেন। তবে মূল ট্রেনের যাত্রীভাড়ার সঙ্গে এর কোনওরকম ফারাক হবে না। ক্লোন বা ডুপ্লিকেট ট্রেনের ভাড়া নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে অবশেষে এ কথা জানিয়ে দিল রেলমন্ত্রক। ইতিমধ্যেই সারা দেশে অতিরিক্ত ৪০ জোড়া যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালু করেছে রেল বোর্ড। যার বুকিং শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এইসব ট্রেনের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রিম টিকিটের চাহিদা খতিয়ে দেখার পরেই ক্লোন ট্রেনের সবিস্তার তালিকা তৈরির পথে হাঁটতে চলেছে রেল বোর্ড।

এর আগে দেশজুড়ে অতিরিক্ত স্পেশাল ট্রেনের ঘোষণার সময়েই শর্তসাপেক্ষে ক্লোন বা ডুপ্লিকেট ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল বোর্ড। কিন্তু তারপরেই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ক্লোন ট্রেনের ভাড়া বৃদ্ধি করে দেওয়া হতে পারে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রকের এই সংক্রান্ত বিবৃতিতে সমস্ত জল্পনার অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে।

কী এই ক্লোন ট্রেন? রেলমন্ত্রক জানিয়েছে, যখন কোনও রুটে টিকিটের চাহিদা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখনই নির্দিষ্ট কোনও ট্রেনের ক্লোন বা ডুপ্লিকেট হিসেবে আরেকটি ট্রেন চালানোর কথা চিন্তাভাবনা করা হয়। এক্ষেত্রে দুটি ট্রেনের রুট, কোচের সংখ্যা, বিস্তার সহ যাবতীয় বিষয়ে কোনওরকম পার্থক্য থাকে না। কিন্তু এর ফলে প্রত্যাশিতভাবেই ভিড় ভাগাভাগি হয়ে যাবে। ফলে যাত্রীরা টিকিটও খুব সহজেই বুক করে নিতে পারবেন।

রেলমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এর আগে ভারতীয় রেলে এভাবে ক্লোন ট্রেনের ব্যবহার হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে এই ক্লোন ট্রেন চালানোর প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সময়ই কনফার্মড টিকিট মিলছে না বলেও অভিযোগ। এর ফলে যাত্রী চাহিদা বেশি থাকা কিছু স্পেশাল ট্রেনের ক্লোন চালানোর কথা ভাবা হচ্ছে। রেল জানিয়েছে, ভাড়া এবং অন্যান্য বৈশিষ্ট্য একই থাকলেও ক্লোন ট্রেনের গতি ঘণ্টায় তার মূল স্পেশাল ট্রেনের থেকে বেশি হতে পারে। সেরকমই প্রস্তাব জমা পড়েছে রেল বোর্ডের কাছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #train fair

আরো দেখুন