এবারের IFA Shield-এ খেলবে ভুটানের লিগ চ্যাম্পিয়ন পারো এফসি

খেলার জগতে ইতিহাস সৃষ্টি ভুটানের।

February 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খেলার জগতে ইতিহাস সৃষ্টি ভুটানের। এবারের IFA Shield টুর্নামেন্টে প্রথমবার অংশগ্রহণ করছে ভুটানের লিগ চ্যাম্পিয়ন পারো এফসি।

পারো এফসি AFC চ্যালেঞ্জ লিগে নেপালের চার্চ বয়েজ ইউনাইটেড কে কোয়ালিফায়ার রাউন্ডে হারিয়ে মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

IFA Shield ভারতীয় ফুটবলের একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। ভুটানের পারো এফসি ক্লাব এবং অন্যান্য অংশগ্রহণ হয়ে ক্লাবের লড়াই কেমন হয় সেটা দেখার আগ্রহে রয়েছেন ফুটবল প্রেমীরা।

আগামী ১২ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত ঐতিহ্যবাহী IFA Shield আয়োজিত হবে। এবারের IFA Shield টুর্নামেন্টে বাংলাদেশি ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen