রাজ্য বিভাগে ফিরে যান

নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে দেউচায় যাচ্ছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবেরা

February 17, 2025 | < 1 min read

নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে দেউচায় যাচ্ছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা রিজার্ভ হল দেউচা পাচামি। ৩২৬ একর এলাকাজুড়ে ব্যাসল্ট উত্তোলনের কাজ চলবে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেই কাজ। এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করেন। অধিকাংশ পরিবারের সদস্যের চাকরি সহ অন্যান্য সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য।

ব্যাসল্ট উত্তোলন যে এলাকায় হবে, সেখানকার বাসিন্দাদের সরানোর খুব একটা প্রয়োজন পড়বে না। বিভিন্ন নাগরিক পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করা হবে। সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের সচিব এলাকা পরিদর্শনে যাবেন। সোমবার থেকে সচিবরা যাওয়া শুরু করবেন বলে খবর। তাঁরা পরিষেবা প্রদানের কাজ তদারকি করবেন।

বাণিজ্য সম্মেলনে দেউচা প্রকল্পের কথা বিশেষ আলাদাভাবে বিশেষ গুরুত্ব সহকারে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পাখির চোখ’ করে এগচ্ছে রাজ্য সরকার। দাবি করা হচ্ছে, প্রায় ৩,৪০০ একর এলাকাজুড়ে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হতে চলেছে এই প্রকল্পের জেরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Deucha Pachami, #deucha

আরো দেখুন