চেহারা বদলে গিয়েছে আমলাশোলের, বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গেছে পর্যটনের হাত ধরে

বেলপাহাড়ির আনাচে-কানাচে গড়ে ওঠে বহু হোমস্টে ও গেস্ট হাউস, বাদ পড়েনি অনাহারের আমলাশোল গ্রামও।

February 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
https://youtu.be/k_rHZXf121o

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যের পালাবদলের পর শান্তি ফিরে আসে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির কাঁকড়াঝোড় ,আমলাশোল, ময়ূরঝর্ণা ,ঘাগড়া, কেতকি লেক, খাঁদারানীর লেক, লালজল গুহা, ঢাঙ্গীকুসুম ও ঢেউ খেলানও পাহাড়ের টানে পর্যটকের ঢল নামতে শুরু করে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় যুবকদের কর্মসংস্থানের জন্য পর্যটনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসনকে। সেই মত বেলপাহাড়ির আনাচে-কানাচে গড়ে ওঠে বহু হোমস্টে ও গেস্ট হাউস, বাদ পড়েনি অনাহারের আমলাশোল গ্রামও। আমলাশোলেও গড়ে উঠেছে সাত থেকে আটটি হোমস্টে।

যা বর্তমান সময়ে আমলাশোল গ্রামের মধ্যেই বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গেছে পর্যটনের হাত ধরে। চেহারা বদলে গিয়েছ আমলাশোলের। রাস্তাঘাট থেকে পানীয় জল, দুয়ারে রেশন সবকিছুই ব্যবস্থা রয়েছে আমলাশোল গ্রামে। পাহাড়ি এলাকা হওয়ায় বছরে কেবলমাত্র বৃষ্টির জলের উপর ভরসা করেই একবার চাষ হয়। গ্রামের মানুষজনের কর্মসংস্থানের একটা অভাব ছিল। বর্তমান সময়ে আমলাশোল গ্রামের মধ্যেই বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গেছে পর্যটনের হাত ধরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen