ইউটিউব থেকে আয় শুরু করতে আপনার মোট কত সাবস্ক্রাইবার, ভিউ-এর প্রয়োজন? জেনে নিন

ইউটিউব থেকে টাকা আয় করাই বেশির ভাগ কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য হয়ে থাকে। বর্তমানে অনেকেই Youtube Video থেকে নিজের কেরিয়ার তৈরি করতে চান। ফলে অনেকেরই প্রশ্ন যে ইউটিউব থেকে আয় করতে ভিডিয়োতে কত ভিউ প্রয়োজন। একই সঙ্গে ইউটিউব ভিউ প্রতি কত টাকা দেয় সেই বিষয়ও অনেকের আগ্রহ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে ইউটিউব থেকে আয় শুরু করতে আপনার মোট কত ভিউ-এর প্রয়োজন।

February 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ইউটিউব থেকে টাকা আয় করাই বেশির ভাগ কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য হয়ে থাকে। বর্তমানে অনেকেই Youtube Video থেকে নিজের কেরিয়ার তৈরি করতে চান। ফলে অনেকেরই প্রশ্ন যে ইউটিউব থেকে আয় করতে ভিডিয়োতে কত ভিউ প্রয়োজন। একই সঙ্গে ইউটিউব ভিউ প্রতি কত টাকা দেয় সেই বিষয়ও অনেকের আগ্রহ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে ইউটিউব থেকে আয় শুরু করতে আপনার মোট কত ভিউ-এর প্রয়োজন।

YouTube-এ উপার্জন শুরু করতে আপনাকে YouTube পার্টনার প্রোগ্রামে (YPP) যোগ দিতে হবে। এ জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। এতে, আপনার চ্যানেলের কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে। এছাড়াও, গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা দেখার সময় সম্পূর্ণ হওয়া উচিত। একই সময়ে YouTube Shorts থেকে আয় করতে হলে ১০ মিলিয়ন (১ কোটি) ভিউ থাকতে হবে।

ভিডিওতে বিজ্ঞাপন থেকে আপনি প্রতি ১,০০০ ভিউ থেকে $1 থেকে $5 (প্রায় ৮০-৪০০ টাকা) উপার্জন করতে পারেন। আয় CPM (Cost Per Mille) এবং RPM (Revenue Per Mille) এর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

আপনার চ্যানেলে যদি আপনার ভালো সংখ্যক সাবস্ক্রাইবার এবং দর্শক থাকে, ব্র্যান্ডগুলি স্পনসরশিপের জন্য আপনার কাছে যেতে পারে। আপনি ব্র্যান্ড প্রচারের মাধ্যমে ১০,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা আয় করতে পারেন৷ বড় YouTubers তাদের গ্রাহকদের একচেটিয়া ভাল কনটেন্ট দিয়ে YouTube সাবস্ক্রিপশন বাড়াতে পারেন। লাইভ স্ট্রিমিংয়ের সময় লোকেরা সুপার চ্যাটের মাধ্যমে টাকা পাঠাতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen