বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যে অপ্রতুল সার, কৃষিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ

সারের অভাবে ব্যাহত হচ্ছে শস্য উৎপাদন, অভিযোগ পর্যাপ্ত পরিমাণে সার দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার।

February 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
অত্যাধুনিক মেশিন দিয়ে চল্লিশ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সারের অভাবে ব্যাহত হচ্ছে শস্য উৎপাদন, অভিযোগ পর্যাপ্ত পরিমাণে সার দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের তরফে ভিন্ন দাবি করা হলেও দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না বাংলা-সহ দেশের একাধিক রাজ্যের কৃষকেরা। DAP, NPK-র মতো সারের অপ্রতুলতার জেরে রবি মরশুমে চাষের ক্ষতি হচ্ছে।
কৃষকদের হয়ে বরাবর সওয়াল করে এসেছে তৃণমূল কংগ্রেস। আবারও সরব হয়েছে তৃণমূল সাংসদ তথা সার ও কেমিক্যাল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন কীর্তি আজাদ। কেন্দ্রের কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদের অভিযোগ, কেন্দ্র একদিকে সার দিচ্ছে না, অন্যদিকে; সার দেওয়া নিয়ে মিথ্যে তথ্য জানাচ্ছে সংসদে।

দেখুন সেই চিঠি

সরকারি তথ্য বলছে, বাংলা ৫৭, ৫১০ মেট্রিক টন DAP পেয়েছে। যা চাহিদার মাত্র এক তৃতীয়াংশ। যার জেরে বাংলার রবি মরশুমের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে দুই লক্ষ মেট্রিক টন NPK-র চাওয়া হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু মিলেছে মাত্র ১.১৬ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার মাত্র ৫৮ শতাংশ সার মিলেছে। বাংলা কুড়ি লক্ষ মেট্রিক টন রাসায়নিক সার উৎপাদন করে, কিন্তু বাংলার কৃষকেরাই প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ফসল ফলানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠেছে কেন্দ্রের বঞ্চনা। কীর্তি আজাদের চিঠিতে উঠে এসেছে সেই প্রসঙ্গও।

কেন্দ্রের দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগও এনেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, কৃষকেরা স্বচ্ছতা চান। তাঁদের হাতে সময় মতো পর্যাপ্ত সার পৌঁছে দেওয়ার দাবি চিঠির মারফত জানিয়েছেন তৃণমূল সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen