রণবীর বা আয়ুষ্মান নন, সৌরভের বায়োপিকে রাজকুমার রাও
বাস্তবের দাদাকে পর্দায় ফুটিয়ে তুলবেন কোন অভিনেতা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এতদিন। অবশেষে মিলল জবাব।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই।
বাস্তবের দাদাকে পর্দায় ফুটিয়ে তুলবেন কোন অভিনেতা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এতদিন। অবশেষে মিলল জবাব। দিলেন স্বয়ং সৌরভ। জানালেন, পর্দায় তাঁর ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। বেশ কিছুদিন আগে থেকেই এ বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে তাতেই সিলমোহর দিলেন সৌরভ। তবে শ্যুটিংয়ের সময়সূচি নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। এর জন্য ছবিটি মুক্তি পেতে প্রায় এক বছরের বেশি সময় লাগতে পারে বলে খবর।
কখনও হৃতিক রোশনের নাম শোনা গিয়েছে, কখনও রণবীর কাপুরের পক্ষে জোরাল সওয়াল উঠেছে। এমনকী ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় ‘পাঞ্জাব দি পুত্তর’ আয়ুষ্মান খুরানার কাস্টিং একপ্রকার নিশ্চিতই ছিল। নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত কাস্টিং বদল! পর্দায় ‘দাদাগারি’ করার দায়ভার বর্তেছে রাজকুমার রাওয়ের উপর।
চলতি মাসের শেষের দিকেই চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে। শুধু তাই নয়, সব ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে শুটিং শুরু হচ্ছে। আর ‘প্রিন্স অফ ক্যালকাটা’র জীবনী যখন রুপোলি পর্দায়, তখন কলকাতাল অলি-গলিতে ক্যামেরা না চললে হয়? জানা গিয়েছে, সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে কলকাতা থেকেই। জুলাই মাসের শেষের দিকে কলকাতায় এসে শুটিং করবেন রাজকুমার রাও।