অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতায় সোমবার রাজ্যজুড়ে কর্ম বিরতির ডাক রাজ্য বার কাউন্সিলের

পরশু গোটা রাজ্যে বিচার–প্রক্রিয়া স্তব্ধ হওয়ার আশঙ্কা। রাজ্য বার কাউন্সিল শুক্রবার তড়িঘড়ি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

February 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের প্রস্তাবিত অ্যাডভোকেটস অ্যামেন্ডমেন্ট বিল (২০২৫)–কে আইনজীবীদের মর্যাদা ও স্বাধীনতা হরণের চেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন দেশের আইনজীবীমহলের বড় অংশই। ওই বিলের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে (দিল্লিতে আজ থেকে লাগাতার) আইনজীবীরা পেন ডাউন শুরু করেছেন। সোমবার একই পথে হাঁটতে চলেছেন বাংলার আইনজীবীরা। সে দিন কলকাতা হাইকোর্ট–সহ গোটা রাজ্যের সব আদালতে আইনজীবীরা পেন ডাউন করবেন। ফলে পরশু গোটা রাজ্যে বিচার–প্রক্রিয়া স্তব্ধ হওয়ার আশঙ্কা। রাজ্য বার কাউন্সিল শুক্রবার তড়িঘড়ি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে।

আইনজীবীদের দাবি, আইনজীবীদের ধর্মঘটে লাগাম টানতেই কেন্দ্রের আনতে সংশোধনী আইন। আপাতত বিলের যে খসড়া প্রকাশ হয়েছে তা দেখে আইনজীবীদের মত, ইচ্ছামতো আইনজীবীরা কর্মবিরতির ডাক দিতে পারবেন না। সমষ্টিগত কিংবা সংগঠনের ব্যানারেও নয়। আন্দোলনের নামে বিচার ব্যবস্থাকে ব্যাহত করা, অথবা আদালত বয়কটও বরদাস্ত করা হবে না। অভিযোগ, আইনজীবীদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই বিল অগণতান্ত্রিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen