যুবভারতীতে ফের জ্বলে উঠল লাল-হলুদ মশাল, ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল

যে ইস্টবেঙ্গলকে এতদিন গোলকানা মনে হচ্ছিল, গোলের সামনে এদিন সেই ইস্টবেঙ্গলকেই বেশ স্বাচ্ছন্দ্য মনে হল।

February 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইস্টবেঙ্গল: ৩ (দিয়ামান্তাকোস, মহেশ সিং, লালচুংনুঙ্গা)
পাঞ্জাব: ১ (ভিদাল)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র পিঠ ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রথম ছ’য়ে নাম লেখানোর সুযোগ কার্যত নেই বললেই চলে। এই পরিস্থিতিতে তারা শনিবার (২২ ফেব্রুয়ারি) পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল জিতল ৩-১ গোলে।

এই মরশুমে ইস্টবেঙ্গলের মূল সমস্যা ধারাবাহিকতার অভাব, গোলমুখে ব্যর্থতা, এবং চোট আঘাত জনিত সমস্যা। তৃতীয় সমস্যাটি শনিবারও ছিল। মাঝমাঠে নিয়মিত কোনও ফুটবলার ছিলেনই না। শেষে আনোয়ারকে মাঝমাঠে রেখে দল সাজান অস্কার। আর তাতেই বাজিমাত। এদিন একেবারে শুরু থেকেই ঝকঝকে দেখাল ইস্টবেঙ্গলকে। সবচেয়ে বড় ব্যাপার, যে ইস্টবেঙ্গলকে এতদিন গোলকানা মনে হচ্ছিল, গোলের সামনে এদিন সেই ইস্টবেঙ্গলকেই বেশ স্বাচ্ছন্দ্য মনে হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen