পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতল মোহনবাগান
আজ যুবভারতী ষ্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও ওড়িশা এফসি
February 23, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ যুবভারতী ষ্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান ও ওড়িশা এফসি।
দুই দল ভালো খেললেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের শেষ লগ্নে অর্থাৎ ৯০+৩ মিনিটের মাথায় পেট্রাতোস গোল করে মোহনবাগানের হয়ে। ৮৩ মিনিটের মাথায় ওড়িশার M Fall লাল কার্ড দেখেন। ১-০ গোলে ওড়িশা কে হারিয়ে পর পর দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতল মোহনবাগান।