বাংলায় নতুন কারখানা গড়বে ওম্যাকমে, রাজ্যে আসছে ইউরোপীয় সংস্থা স্নাইডার ইলেকট্রিক

ইউরোপীয় সংস্থার তরফে ৩,২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে।

February 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় আগামী পাঁচ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে আসবাবপত্র নির্মাণকারী সংস্থা ওম্যাকমে। রাজ্যে নতুন দুটি কারখানা তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও অজয় দাগা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে সোদপুুরে একটি কারখানা তৈরি করা হবে। ৩০ কোটি টাকার মতো লগ্নি করবেন তাঁরা। ২০৩০ সালের মধ্যে আরও ৭০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে তৃতীয় কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

আপাতত উত্তর ২৪ পরগনার সোদপুরে ওম্যাকমের একটি কারখানা আছে। তাতে দৈনিক ১,০০০-র মতো চেয়ার এবং টেবিল তৈরি করা হয়। সোদপুরে দ্বিতীয় কারখানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি চালু হলে দিনে প্রায় ২,৫০০ চেয়ার এবং টেবিল উৎপাদন করা হবে। আগামী পাঁচ বছরে সবমিলিয়ে ১০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রায় ৮০ শতাংশ অর্থ উৎপাদন বৃদ্ধির জন্য খরচ করা হবে।

বাংলায় বিনিয়োগের পরিকল্পনা করছে স্নাইডার ইলেকট্রিক। শনিবার গ্রেটার নয়ডায় ‘ইন্ডিয়ান ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় সংস্থার তরফে জানানো হয়েছে যে ভারতে আরও তিনটি কারখানা তৈরি করা হবে। এই মুহূর্তে ভারতে ৩১টি কারখানা আছে। সংখ্যাটা বাড়িয়ে ৩৪ করা হবে। একটি কারখানা গড়ে তোলা হবে কলকাতায়। আর বাকি দুটি হবে হায়দ্রাবাদ এবং আহমেদনগরে। ইউরোপীয় সংস্থার তরফে ৩,২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen