কলকাতা প্রেস ক্লাবে প্রথম ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সম্মেলনে দাবি উঠল সরকারি স্বীকৃতি, ক্লাবের সদস্যপদের

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবী ,রাজনৈতিক ব্যাক্তিত্ব, সিনিয়র সাংবাদিক।

February 24, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিজিটাল মিডিয়া সাংবাদিকদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে রাজ্যজুড়ে তৈরী হলো ডিজিটাল মিডিয়া ফেডারেশন(DMF)। গতকাল রবিবার ২৩ শে ফেব্রুয়ারী ‘প্রেস ক্লাবে আয়োজিত হল ‘প্রথম রাজ্য সম্মেলন’। বর্তমান যুগে প্রথাগত সংবাদমাধ্যম গুলো নিয়মিত হলুদ সাংবাদিকতার কাজ করছে। এমনকি কর্পোরেট ও বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে সাংবাদিকতার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প সংবাদ মাধ্যমের সন্ধান করছে। ডিজিটাল মিডিয়া ফেডারেশন (DMF) এই শূন্যতা পূরণের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন ব্লক ও জেলা ভিত্তিক ছোট ছোট টিম নিয়ে কাজ করে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইনজীবী ,রাজনৈতিক ব্যাক্তিত্ব, সিনিয়র সাংবাদিক।


ডিজিটাল মিডিয়া ফেডারেশন সদস্যরা বলেন,’তাঁদের কাজে প্রশাসনিক বাধা, গোষ্ঠীগত হুমকি এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবুও ন্যায়সঙ্গত ও স্বচ্ছ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার অটল। বরং সাংবাদিকতার মূল দায়িত্ব পালন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যার ফলে প্রথম সারির মিডিয়ার থেকে মানুষ মুখ ফিরিয়ে ডিজিটালমুখি হচ্ছে। এমনকি আমাদের প্রতি মানুষ ভরসাশীল হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে ডিজিটাল মিডিয়ার গুরুত্বও বেড়েছে। বর্তমানে আমরা লক্ষাধিক দর্শক পাঠকের আস্থার প্রতীক হয়ে উঠেছি’। তাঁরা আরও বলেন, রাজ্য জুড়ে ৩০০+ নিউজ পোর্টাল ,ইউটিউব চ্যানেল,ফেসবুক পেজ এবং ডিজিটাল মিডিয়াকে একত্রিত করে সরকারি নিবন্ধপ্রাপ্ত সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন (DMF) তৈরী করেছে।


প্রথম রাজ্য সম্মেলন থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলির কাছে –
সরকারের কাছে আবেদন:

১.ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সাংবাদিক হিসাবে সৃকৃতি দিতে হবে।
২.প্রথম সারির সংবাদমাধ্যম গুলো সরকারের থেকে যা যা সুবিধা পায় ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সেইসব সুবিধা দিতে হবে।
৩.ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের জন্য আলাদা ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব তৈরি করতে হবে।
৪.ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে দিতে হবে।
৫.কলকাতা প্রেস ক্লাব সহ সমস্ত প্রেস ক্লাবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সদস্যপদ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দলগুলির কাছে আবেদন:
১.ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেশনে সুসম্পর্ক গড়ে তুলুন।
২.ডিজিটাল মিডিয়াকে রাজনৈতিক ব্যাক্তিত্বরা সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন,টকশো তে আসতে চান না।ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে যান।ডিজিটাল মিডিয়াকে ছোট মাধ্যম বলে উপেক্ষা না করে,পেশাদায়িত্বের সঙ্গে সহযোগিতা করতে হবে।
এই সম্মেলনে সরকার ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সাথে আলোচনার মাধ্যমে ডিজিটাল সাংবাদিকতার রূপরেখা নির্ধারণ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen