শিলিগুড়ির ‘হ্যাপি স্ট্রিটে’ তরাই হিমালয়ান ফেস্টিভালে চলল হইহুল্লোড়

উৎসবে স্থানীয় ভৌগোলিক বৈচিত্র ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। উৎসবের নাম তরাই হিমালয়ান ফেস্টিভাল।

February 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার ছুটির দিন শিলিগুড়ির ‘হ্যাপি স্ট্রিটে’ উৎসবের আয়োজন করেছিল প্রশাসন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, পুরসভা ও মহকুমা পরিষদের সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসবে স্থানীয় ভৌগোলিক বৈচিত্র ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। উৎসবের নাম তরাই হিমালয়ান ফেস্টিভাল। সেখানে হইহুল্লোড়ে মাতল এক থেকে আশি।

সেলফি সার্কেল, মিকি মাউস, পুতুল নাচ, পোষ্যের প্রদর্শনী, ব্যান্ড সঙ্গীত থেকে ফাস্ট ফুড। এমনকী, ভারত-পাকিস্তানের হাই ভোলটেজ ক্রিকেট ম্যাচের প্রদর্শনী! যাবতীয় আয়োজন ছিল। শিলিগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হিলকার্ট রোডের সেভক মোড় থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত অংশে গড়ে তোলা হয়েছিল হ্যাপি স্ট্রিট। যার দৈর্ঘ্য ছিল পাঁচশো মিটার। আলপোনা, বাহারি এলইডি লাইটের চেন এবং অসংখ্য স্টলে সাজানো হয়েছিল রাস্তা। বেশ কয়েকটি ছোট ছোট মঞ্চ ও র‌্যাম্প গড়ে তোলা হয়েছিল। মহাত্মা গান্ধী মোড়ের মূলমঞ্চ থেকে নীল-সাদা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।

আবহাওয়া মনোরম থাকায় পাহাড় ও সমতলের বাসিন্দারা ভিড় করেন। উদ্বোধনের পর মূলমঞ্চের কাছে র‌্যাম্পে ৩০ জন খুদেকে নিয়ে হামাগুড়ি প্রতিযোগিতা হয়। যাদের বয়স এক থেকে দু’বছর। রেডপন্ডা ও পোকেমন কার্টুনের পিকাচু পাশেই হেঁটেছে। দু’টি ম্যাসকটের সঙ্গেই ছিল রণপা।

ছোট ছোট স্টলে মিলছে ফাস্টফুড, চপ, টোস্ট, ঘুগনি, আইসক্রিম। মিকি মাউস, ব্লু-ফাইট চড়কি, সাইকেলিং, জাম্পিং টেবিলে ছিল খুদেদের উপচে পড়া। বাঙালি, নেপালি, রাজস্থানী, পাঞ্জাবি সহ বিভিন্ন সম্প্রদায়ের নাচ-গানের মঞ্চ ছিল রাস্তায়। যুবক ও যুবতীদের ভিড় উল্লেখযোগ্য। একটি মঞ্চে চলছিল ‘ডগ শো’। ছিল সেলফি জোন, সেলফি সার্কেল, পুতুল নাচের স্টল, মৃৎশিল্পী ও চিত্র শিল্পীর স্টল।

দুপুরে হ্যাপি স্ট্রিটে জায়ান্ট স্ক্রিনে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখানো হয়। বিকেল হতেই ভিড় আরও বাড়ে। গানের অনুষ্ঠান শুরু হতেই ভিড় আছড়ে পড়ে হ্যাপি স্ট্রিটে। এই প্রথম শহরে এমন উৎসব হল। স্থানীয়েরা অত্যন্ত খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen