১২৫ কোটি টাকা ব্যয়ে ২০০টি সিএনজি বাস কিনছে রাজ্য, দুর্গাপুজোর আগেই রাস্তায় নামানো হতে পারে

দপ্তর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কেনা হচ্ছে।

February 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইতিমধ্যেই সরকারি বাস আগের থেকে বেশি রাস্তায় নামানো হয়েছে। বেসরকারি ক্ষেত্রে রুট নতুন করা হয়েছে। সরকারি বাস পরিষেবা নিয়ে যাতে কোনও ক্ষোভ তৈরি না হয় সেটা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। তার জন্য পরিবহণ দপ্তরকে আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। ১২৫ কোটি টাকা ব্যয়ে ২০০টি সিএনজি বাস কিনছে রাজ্য। দুর্গাপুজোর আগেই এই নতুন সিএনজি বাসগুলি রাস্তায় নামতে পারে।

দপ্তর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কেনা হচ্ছে। বাসের রকমফেরও রয়েছে। মিডি এবং সেমি বাসের পাশাপাশি রাস্তায় নামবে ডিলাক্স বাসও। সরকারি বাস পরিষেবা নিয়ে প্রায়শই বিভিন্ন অভিযোগ ওঠে। পর্যাপ্ত বাস না থাকার পাশাপাশি এসির মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। নতুন বাসগুলি রাস্তায় নামলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই বাসগুলি কেনা হবে।

অবশ্য কোন কোন রুটে বাসগুলি চালানো হবে তা এখনও ঠিক হয়নি। পরিবহন দপ্তর সূত্রে খবর, বাস কেনার প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লাগবে। সেই সময়ের মধ্যে বাসগুলির রুট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, অফিস টাইমে যাত্রীদের কথা মাথায় রেখে জনপ্রিয় রুটে নামানো হবে বেশ কয়েকটি করে বাস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন