দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ব্যারাকপুরে চালু হল চতুর্থ কোভিড হাসপাতাল

September 15, 2020 | < 1 min read

বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলার অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর ২৪ পরগণা কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে। জেলায় এভাবে সংক্রামিতের সংখ্যা বৃদ্ধি দেখেই কোভিড চিকিৎসার জন্য নতুন করোনা হাসপাতাল বানানোর তোড়জোড় শুরু করেছিল জেলা প্রশাসন। অবশেষে আজ, সোমবার ব্যারাকপুর মহকুমায় চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হয়ে গেল।

খড়দহ বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালকে পূর্ণ কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল। এত দিন এখানে সারি কেসের চিকিৎসা চলছিল। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলাশাসক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাষক আব্দুল কালাম আজাদ ইসলাম, পুলিশ কমিশনার মনোজ বর্মা, ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা।

জেলার পাঁচ মহকুমার মধ্যে কোভিড সংক্রমণে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হল এদিন। ৮০ বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশি চিকিৎসক থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত, ব্যারাকপুর শিল্পাঞ্চল মানেই অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। কামারহাটি থেকে নৈহাটি বরাবর বিটি রোড ও ঘোষ পাড়া রোডের দু’পাশে রয়েছে হাজারো শ্রমিক মহল্লা। তাই এই অঞ্চলে সংক্রমণ বাড়তে থাকায় গভীর উদ্বেগ তৈরি হয় জেলা প্রশাসনের মধ্যেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Hospital, #Barrackpore

আরো দেখুন