মোদী সরকারের বঞ্চনার শিকার বাংলা, বলছে খোদ কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের বার্ষিক প্রতিবেদন

বাংলা বঞ্চিত করায় মোদী সরকারের বিরুদ্ধে বাংলার শাসক দলের অভিযোগই সত্যি বলে প্রমাণিত হচ্ছে।

February 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে বন্যা মোকাবিলায় ঢালাও প্রকল্পে বিপুল অংকের টাকা দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। অসমে ১১১টি, ওড়িশায় ৬৬টি, বিহারে ৪২টি কিন্তু বাংলা পেয়েছে মাত্র ১৫টি প্রকল্প। বন্যা নিয়ন্ত্রণে গ্রহণ করা প্রকল্পের সংখ্যায় স্পষ্ট হয়েছে, এক্ষেত্রেও বাংলা বঞ্চিতই। জলশক্তি মন্ত্রকের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হয়েছে। বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে একাদশ এবং দ্বাদশ পরিকল্পনার ভিত্তিতে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান পেশ করা হয়েছে।

বাংলা নদীমাতৃক রাজ্য। প্রতি বছর বন্যার কবলে পড়ে বাংলা। কিন্তু এর পরেও বাংলা বঞ্চিত করায় মোদী সরকারের বিরুদ্ধে বাংলার শাসক দলের অভিযোগই সত্যি বলে প্রমাণিত হচ্ছে। উল্লেখ্য, দেশের ২৩টি রাজ্যকে মাথায় রেখে একাদশ ও দ্বাদশ পরিকল্পনায় মোট ৪২৭টি প্রকল্প গৃহীত হয়েছে। যার জেরে বন্যার গ্রাস থেকে ৫০ লক্ষ ৫৭ হাজার ৪০৭ হেক্টর জমিকে রক্ষা করা গিয়েছে। মোট ৫ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ১০২ জন মানুষ সুফল পেয়েছেন। বন্যা নিয়ন্ত্রণের একাদশ এবং দ্বাদশ পরিকল্পনায় রাজ্যগুলিকে সর্বমোট ৪,৮৭৩ কোটি ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

অসমের ১১১টি প্রকল্পের মাধ্যমে সে রাজ্যের ৭ লক্ষ ২১ হাজার ১৮ হেক্টর জমিকে রক্ষা করা সম্ভব হয়েছে। ১ কোটি ৭৭ লক্ষ ১২ হাজার ৪৯৭ জন অসমবাসী উপকৃত হয়েছেন। প্রকল্প প্রাপ্তির নিরিখে সারা দেশে দ্বিতীয়, ওড়িশায় বন্যার হাত থেকে রক্ষাপ্রাপ্ত জমির পরিমাণ বাংলার থেকে সামান্য বেশি। সেখানে ৬৬টি প্রকল্পের আওতায় ১ লক্ষ ৯৩ হাজার ৭৪৯ হেক্টর জমিকে রক্ষা করা গিয়েছে। মাত্র ১৫টি প্রকল্প নিয়ে বাংলার ১ লক্ষ ৩ হাজার ৪১৬ হেক্টর জমি উপকৃত হয়েছে। বাংলায় উপকৃত মানুষের সংখ্যা ২৪ লক্ষ ৯৪ হাজার ২৫০ জন। ওড়িশায় সংখ্যা মাত্র ১১ লক্ষ ৫৪ হাজার ৩০০ জন সুফল পেয়েছেন। যা বাংলার প্রায় অর্ধেক!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি