যুবভারতীতে শেষ মুহুর্তে জ্বলে উঠল মশাল, নবাবের শহরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড

যুবভারতীতে শেষ মুহুর্তে জ্বলে উঠল মশাল, নবাবের শহরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড

February 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ মুহূর্তে জ্বলে উঠল মশাল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদের বিরুদ্ধে ‘মহারণে’ ২-০ গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মশালবাহিনী। এই জয়ের ফলে সুপার সিক্সে টিকে থাকার স্বপ্ন বেঁচে থাকল লাল-হলুদ ব্রিগেডের।

আজ ম্যাচের গোড়া থেকেই অসংখ্য মিস পাস, গোল নষ্ট, খারাপ ডিফেন্সে কাবু ছিল ইস্টবেঙ্গল। উল্টো দিকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল হায়দ্রাবাদ। তবে একবারে শেষ মুহূর্তে মহাশিবরাত্রির রাতে জ্বলে উঠল দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা।

দ্বিতীয়ার্ধে ৮৬ মিনিটে কর্নার থেকে আসা সেলিসের শট ক্লিয়ার করতে পারেনি হায়দ্রাবাদ এফসি। ইস্টবেঙ্গলের ডেভিডের পায়ে লাগার পর মনোজ মহম্মদের পায়ে বল যায়, তারপর সোজা গোলে বল চলে যায়। ওই একটা গোলেই পালটে গেল মশালবাহিনী। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে মাঝমাঠ থেকে ফাঁকা গোলে বল ঠেলে জয়ের ব্যবধান বাড়ালেন মেসি বাউলি। ঘরের মাঠে এই রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen