বিধাননগর মেলা-উৎসবের আয় থেকেই সল্টলেকে নির্মিত হতে চলেছে রবীন্দ্রভবন

পুরসভা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত বিধাননগর মেলা-উৎসব থেকে এবার এক কোটি ৯১ লক্ষ টাকা আয় হয়েছে।

March 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধাননগর পুরসভার উদ্যোগে সল্টলেক শহরে রবীন্দ্রভবন তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু সে কাজ থমকে যায়। ২০২০ সালে ফের শুরু হলেও থেমে যায় ভবন তৈরির কাজ। অবশেষে চার বছর পর রবীন্দ্রভবনের কাজ ফের শুরু হল। খুশি স্থানীয় বাসিন্দারা। পুরসভা জানিয়েছে, সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত বিধাননগর মেলা-উৎসব থেকে এবার এক কোটি ৯১ লক্ষ টাকা আয় হয়েছে। সেই টাকা রবীন্দ্রভবন নির্মাণের কাজে ব্যয় হবে।

সল্টলেক শহরে পুরসভা ভবনের অদূরে থাকা নেতাজি আইল্যান্ডের পার্শ্বস্থ ফাঁকা জমিতে রবীন্দ্রভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০২০-র ১৫ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। ভবনের কাজ শুরু হয়েই বন্ধ হয়ে যায়। শোনা গিয়েছিল, টাকার ঘাটতির জন্য কাজ করা যাচ্ছিল না। ২০২৪-২০২৫ আর্থিক বছরের বাজেট প্রস্তাবে রবীন্দ্রভবনের কাজ ফের শুরু করার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়। মূল বিল্ডিং প্ল্যান পরিবর্তন করে ভবন তৈরি করার প্রস্তাব পাশ হয়েছিল।

সম্প্রতি থমকে থাকা কাজ ফের শুরু হয়েছে। জোরকদমেই চলছে। পিলারের জন্য লোহার খাঁচা আরও বড় করা হচ্ছে। বেশ কিছু পিলারের ঢালাইয়ের কাজ চলছে। নীচের অংশে ইটের গাঁধনির কাজও শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুরসভার ২০২৫-২০২৬ আর্থিক বছরের বাজেটে রবীন্দ্রভবন তৈরির কাজ শুরুর উল্লেখ করা হয়েছে। এ বছর মেলা থেকে যা উপার্জন হয়েছে তাতেই রবীন্দ্রভবন নির্মাণের পরিকল্পনাকে বাস্তবায়িত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen