শোকের পীঠস্থান হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে জমে ময়লারস্তূপ, সমস্যার সমাধান কত তাড়াতাড়ি?

নানা রোগে কিংবা নানা দূর্ঘটনায় ছোট্টো প্রাণটা যখন তার পরিবার পরিজনকে ছেড়ে চলে যায়, এখানে সেইসব শোকসন্তপ্ত পরিবার আসে তাদের প্রিয় সন্তানকে কবর দিতে।

February 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শোকের আবেগে ঘনীভূত জায়গা গোবড়ার হিন্দু বুড়িয়াল গ্রাউন্ড বা হিন্দু কবরস্থান। নানা রোগে কিংবা নানা দূর্ঘটনায় ছোট্টো প্রাণটা যখন তার পরিবার পরিজনকে ছেড়ে চলে যায়, এখানে সেইসব শোকসন্তপ্ত পরিবার আসে তাদের প্রিয় সন্তানকে কবর দিতে। সেই কষ্ট ভাষায় বোঝানো যায় না।

এমনই এক স্পর্শ কাতর জায়গায় আনাচে কানাচে ময়লারস্তূপ। জমে রয়েছে নানা জায়গায় জল। কোন জায়গায় আবার বড়ো বড়ো গর্তে জল জমে। এতেই শেষ নয়, চিল-কাকের সমাবেশ রয়েছে সেখানে। এই রকম এক অসাস্থ্যকর পরিবেশে, যেখানে জীবাণুদের বসবাস সেখানে পরিচ্ছনতা নিয়ে উঠেছে প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠছে, প্রশাসন তৎপরতা নিয়েও। বাসিন্দাদের অভিযোগ ,’ময়লার স্তূপ তো পরিষ্কার হয় না,পাশাপাশি রাস্তায় হাঁটু অবধি জল জমে। এমনকি নাকি কবরস্থানে ভিতর জল জমে।’ বাসিন্দাদের সমস্যার সমাধান কত তাড়াতাড়ি করবে KMC?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen