বদলে যাচ্ছে আইন! পাসপোর্ট পেতে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক?

জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথিকে আবশ্যিক করা হচ্ছে। শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা হতে হবে

March 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৮০ সালের পাসপোর্ট আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র। এবার থেকে বার্থ সার্টিফিকেটকে পাসপোর্ট আবেদনকারীর জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসাবে গণ্য করা হবে। নয়া বিধিতে জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর ২০২৩ তারিখে বা তার পরে জন্মগ্রহণ করেছে এমন কোনও ব্যক্তি পাসপোর্টের আবেদন করলে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসাবে, তাকে জন্মের শংসাপত্রই দিতে হবে।

জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথিকে আবশ্যিক করা হচ্ছে। শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা হতে হবে। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য ২৪ ফেব্রুয়ারি বিবৃতি জারি করেছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সেখানেই পরিষ্কার জানান হয়েছিল, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫ সালের পাসপোর্ট নিয়ম মেনে এবার থেকে সকল বিধি কার্যকর হবে। নয়া নিয়ম চালু করার দিন থেকে নয়া সংশোধনী আইন কার্যকর হবে বলে জানা গিয়েছে।

নয়া নিয়ম অনুযায়ী, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-র অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে মান্য হবে। অন্যান্যরা পাসপোর্ট আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসাবে বিকল্প নথি জমা দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা করা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen