আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিয়েও মিলছে না টাকা! হাসপাতালগুলোর বকেয়ার পরিমাণ জানেন?

ঢাক, ঢোল পিটিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার করেন মোদী কিন্তু এক আরটিআইয়ের জেরে বেরিয়ে এল কঙ্কালসার চেহারা।

March 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঢাক, ঢোল পিটিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার করেন মোদী কিন্তু এক আরটিআইয়ের জেরে বেরিয়ে এল কঙ্কালসার চেহারা। কেন্দ্রের এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও হাসপাতালগুলি টাকা পাচ্ছে না। তথ্য জানার অধিকার আইনে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারই জানাচ্ছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় নথিভুক্ত হাসপাতালগুলিকে ১২ হাজার কোটি টাকার উপর বকেয়া মেটানো হয়নি। চিকিৎসা পরিষেবা দিয়েও টাকা পায়নি হাসপাতালগুলি।

২৮ জানুয়ারি, অজয় বাসুদেব বোস আরটিআইয়ের মাধ্যমে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত হাসপাতালগুলির কত টাকা বকেয়া রয়েছে? ২৮ ফেব্রুয়ারি আয়ুষ্মান ভারত প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেলথ অথরিটি উত্তর দিয়েছে। পিএমজেএওয়াইয়ের মুখ্য তথ্য আধিকারিক অঙ্কিত কুমার জানিয়েছেন, বকেয়া ক্লেইমের পরিমাণ ৬৩ লক্ষ ৮৯ হাজার ৫১৭টি। সেই বাবদ হাসপাতালগুলির প্রাপ্য ১,২১,৬১,৪৫,৬৩,৬১৭ টাকা। ২০১৮ সালের সেপ্টেম্বরে আয়ুষ্মান ভারত শুরু করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে এখনও পর্যন্ত চিকিৎসা পেয়েছেন ৮ কোটি ৫৯ লক্ষ মানুষ। কিন্তু, কত মানুষের চিকিৎসার খরচই মেটায়নি সরকার তার উল্লেখ নেই কোথাও! ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অবিলম্বে এই টাকা মেটানোর দাবি জানিয়েছে।

অন্যদিকে, বাংলায় ২০১৭ সালে চালু হয় স্বাস্থ্যসাথী। ছোট ও মাঝারি ১৭০০ প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোমের সংগঠন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বক্তব্য, এক মাসের মধ্যে স্বাস্থ্যসাথীর ক্লেইমের টাকা সেটল হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen