আলিপুরদুয়ারের পর ভূতুড়ে ভোটার নিয়ে শিলিগুড়ি, কোচবিহারে বৈঠক তৃণমূলের
রবিবার আলিপুরদুয়ারে বৈঠক করে তৃণমূল। সচিত্র ভোটার তালিকা স্ক্রুটিনি করতে ময়দানে নেমেছেন কাউন্সিলার ও বিধায়করা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৬ মার্চ ভোটার তালিকা নিয়ে কলকাতায় বৈঠক তলব করেছে তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার শিলিগুড়ি, কোচবিহারে বৈঠক রয়েছে তৃণমূলের। রবিবার আলিপুরদুয়ারে বৈঠক করে তৃণমূল। সচিত্র ভোটার তালিকা স্ক্রুটিনি করতে ময়দানে নেমেছেন কাউন্সিলার ও বিধায়করা। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল।
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট সংক্রান্ত কমিটি গঠন করেছেন। ৬ মার্চ কলকাতায় তৃণমূল ভবনে (TMC Bhawan) কমিটির প্রথম বৈঠক হবে। দলের প্রতিটি জেলার সভাপতি ও চেয়ারম্যানদের ডাকা হয়েছে। জেলায় জেলায় নড়েচড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব। রবিবার মাল ব্লকের ডামডিমে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিকবাড়াইক (Bulu Chik Baraik)।
ভোটার তালিকা নিয়ে শিলিগুড়িতে ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায় (Khageswar Roy) বাড়ি বাড়ি যান। ভোটার তালিকা নিয়ে সোমবার শিলিগুড়িতে বৈঠকে বসছে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটি (সমতল)। রবীন্দ্র ভবনে সোমবার বর্ধিত সভা করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।