চুক্তিতে নিযুক্ত গাড়ির চালকদের বেতন বাড়াল রাজ্য
বেতন বাড়ানোর সিদ্ধান্তে খুশি চালকেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়ল বেতন! রাজ্য সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে চুক্তিতে নিযুক্ত গাড়ির চালকদের বেতন নির্দিষ্ট করে দিল রাজ্য। সরকারি জায়গায় চুক্তিতে কোনও গাড়ির চালক নিযুক্ত হলে তার বেতন হবে ১৬ হাজার টাকা। ৫ বছর কাজ করার পর তার বেতন বৃদ্ধি পেয়ে হবে ২০ হাজার টাকা। ১০ এবং ১৫ বছর কাজ করার পর বেতন হবে যথাক্রমে ২৫ হাজার ও ৩১ হাজার টাকা। ২০ বছরের বেশি কাজ করলে মাসের বেতন হবে ৩৮ হাজার টাকা। ৬০ বছর বয়স পর্যন্ত চালকরা সুবিধা পাবেন। রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। পুরসভা, পঞ্চায়েতেও এই নির্দেশ কার্যকর হবে। সরকারি অফিস ও দপ্তরে ভাড়া নিয়ে যেসব গাড়ি চালানো হয় সেগুলিতে এই ব্যবস্থা কার্যকর হবে না।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজস্ব গাড়ি চুক্তিতে নিযুক্ত যে চালকরা চালান তারাই এই আর্থিক সুবিধা পাবেন। এজেন্সির মাধ্যমে নেওয়া গাড়ির চালকদের বেতন অন্তত ১৬ হাজার টাকা রাখার নির্দেশ রয়েছে। চুক্তিতে নিযুক্ত সরকারি গাড়ির চালকদের কোনও নির্দিষ্ট হারে বেতন দেওয়ার নির্দেশ ছিল না। বিভিন্ন দপ্তর ও সংস্থা নিজেদের ইচ্ছে মতো বেতন দিত। সাধারণত ১০ থেকে ১২ হাজার টাকা বেতন দেওয়া হত চালকদের। বেতন বাড়ানোর সিদ্ধান্তে খুশি চালকেরা