গড়বেতার বসন্ত রায় জিউর মন্দিরে শিবরাত্রির মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ
এই মন্দিরের শিবরাত্রি মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের এলাকাভিত্তিক জাগ্রত মন্দিরগুলোর অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের রসকুণ্ডর বাবা বসন্ত রায় জিউর মন্দির। যেখানে গোপনে অনেক অভিনেতা-অভিনেত্রীরাই ছুটে যান মনস্কামনা পূরণের জন্য। গড়বেতা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত রসকুণ্ড। যাঁরা গনগনির দিকে যাবেন, তাঁরা যাওয়ার পথে ঘুরে যেতে পারবেন এই মন্দিরে। চন্দ্রকোণা রোড থেকে এর দূরত্ব ৬ কিলোমিটার।
এই মন্দিরের শিবরাত্রি মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রায় ৭০০বছরের পুরনো এই মন্দিরে এবছরও শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জিউ মন্দির পরিচালন কমিটির সদস্যরা জানান, ২৬ ফেব্রুয়ারি মেলার সূচনা হয়। মঙ্গলবার অবধি মেলা রয়েছে। এই মন্দিরে নিষ্ঠার সঙ্গে মহাদেবের আরাধনা করা হয়। সোমবার প্রায় ২০হাজার ভক্তের জন্য ভোগপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। মেলায় কয়েকশো স্টল বসেছে। এই কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তন হয়েছে। তা মানুষের মন জয় করে নিয়েছে। এবছর গাজনে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলেও মন্দির কমিটি আশাবাদী। সেসময়ও নানা অনুষ্ঠান হবে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, জেলায় এই মেলা ও উৎসবের খ্যাতি রয়েছে। মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন।
এই মন্দির ঘিরে রোমহর্ষক কাহিনী রয়েছে। জনশ্রুতি অনুযায়ী, প্রায় ৭০০বছর আগে এখানকার এক ব্যক্তির গোরু মাঝেমধ্যেই উধাও হয়ে যেত। একদিন তিনি গোরু খুঁজতে জঙ্গলের কাছে এসে এক অভিনব দৃশ্য দেখতে পান। তিনি দেখেন, গোরুর বাঁট থেকে অনবরত দুধ বেরিয়ে যাচ্ছে। সেই দুধ একটি শিবলিঙ্গের উপর পড়ছে। ওই ব্যক্তি সামনে যেতেই শিবলিঙ্গটি মাটির ভিতরে ঢুকে যেতে থাকে। তখন অজ্ঞানতাবশত ওই ব্যক্তি শিবলিঙ্গের মাথায় কোনও কিছু দিয়ে আঘাত করেন। এর ফলে শিবলিঙ্গের মাথা কেটে যায়। এখন মন্দিরের গর্ভগৃহে সেই মাথা কাটা শিবলিঙ্গের আরাধনা করা হয়।