পাইপলাইনের গ্যাস দেওয়ার নাম করে প্রতারণার নয়া ফাঁদ বারাকপুরে! সতর্ক থাকুন

নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকেরা।

March 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকেরা। প্রতারণার আরও এক কৌশল প্রকাশ্যে এসেছে বারাকপুরে। বাড়িতে বাড়িতে পাইপলাইনের গ্যাসের সংযোগ দিতে চেয়ে নাগরিকদের থেকে আধার কার্ড-সহ আরও কিছু নথি চাইছে প্রতারকরা। প্রতারকদের দাবি, পুরসভা থেকে তাদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। প্রতারকদের নথি দিয়ে ফেললেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

এহেন প্রতারণা ঘিরে বারাকপুরের কালিয়ানিবাস এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কয়েকজনের বাড়ি গিয়ে পাইপলাইনের গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে নথি চাইলে সন্দেহ হওয়ায় স্থানীয় কাউন্সিলার সম্রাট তপাদারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি গোটা বিষয়টি বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে জানান। চেয়ারম্যান বলেন, “পুরসভা কোনও সার্ভে বা নথি সংগ্রহের কাজ হচ্ছে না। ইতিমধ্যে গ্যাসের পাইপলাইন বসানোর অনুমতি দিয়েছে পুরসভা। সেই কাজই চলছে।” বিষয়টি বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিকেও জানানো হয়।

এরপর পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে বারাকপুরের বাসিন্দাদের সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়েছে, জল বা গ্যাসের কানেকশনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা কোনও তথ্য চাইলে দেবেন না। নথিপত্র চাইলে সঙ্গে সঙ্গে ১৯৩০ নম্বরে ফোন করার পরমার্শও দেওয়া হয়েছে নাগরিকদের

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen