দেশ বিভাগে ফিরে যান

দোরগোড়ায় বঙ্গ BJP-র সভাপতি বদল? বৈঠক সারলেন শাহ

March 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার, বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আচমকাই দিল্লিতে নিজ বাসভবনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যকে শাহ ডেকে পাঠান।

সূত্রের খবর, উত্তরসূরী কে হবেন তা খোদ সুকান্তকেই জিজ্ঞেস করেন শাহ। যদিও শাহ নির্দিষ্ট করে কারও নামোল্লেখ করেননি বলেই জানা গিয়েছে। মালব্যকে নির্দেশ দেওয়া হয়েছে, গত লোকসভা ভোটের নিরিখে বাংলার কোন বিধানসভা আসনগুলিতে বিজেপি ভাল পরিস্থিতিতে আছে, তার তালিকা তৈরি করতে হবে। তারপর ‘দুর্বল’ আসন খোঁজা হবে। চলতি মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #Bengal BJP, #Amit Malviya, #Sukanta Majumdar, #West Bengal

আরো দেখুন