ওড়িশায় বসছে সুপার কাপের আসর, ইস্ট-মোহন ডার্বি কবে?
দেশের সেরা ১৬টি ক্লাব খেলতে নামবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারেও ওড়িশার ভুবনেশ্বরে বসতে চলেছে সুপার কাপের আসর, বুধবার তা জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভুবনেশ্বেরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচগুলি হবে। সুপার কাপে এবার গ্রুপ লিগ পর্যায় থাকছে না। এবার নক-আউট ফর্ম্যাটে সুপার কাপ হবে। দেশের সেরা ১৬টি ক্লাব খেলতে নামবে।
গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স ওড়িশা এফসি-সহ আইএসএল-এর ১৩টি দল সুপার কাপে খেলবে। আই লিগ প্রথম ডিভিশনের সেরা তিনটি দলও সুপার কাপে যোগ দেবে। এবার সুপার কাপের পঞ্চম সংস্করণ হতে চলেছে। যে দল চ্যাম্পিয়ন হবে তারা ২০২৫-২০২৬ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করবে। গতবার কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্লে অফে খেলে ইস্টবেঙ্গল।
সুপার কাপ শুরুর দিন ঘোষণা করা হলেও, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। আইএসএল-এ লিগ পর্যায়ের সব ম্যাচ শেষ হওয়ার পর ১৩টি দলের অবস্থান দেখার পরই সুপার কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। সুপার কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট একই গ্রুপে ছিল। কলকাতা ডার্বিতে জয় পায় ইস্টবেঙ্গল। সুপার কাপে মহামেডান স্পোর্টিংও থাকছে। সুপার কাপে কলকাতা ডার্বি হতে পারে। পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হলে তারপরই দিনক্ষণ জানা যাবে।