তৃণমূলে যেতে চেয়েছিলেন সাংসদ শশী থারুর! কেন প্রস্তাব খারিজ হয়?
জাতীয় রাজনীতির অলিন্দে চর্চা চলছে, কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর দল বদলাতে পারেন।
March 7, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতীয় রাজনীতির অলিন্দে চর্চা চলছে, কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর দল বদলাতে পারেন। তবে তাঁর দলবদলের জল্পনা এই প্রথম নয়! শোনা যায়, ২০২৪ সালে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসে যেতে চেয়ে নাকি মরিয়া হয়ে উঠেছিলেন শশী থারুর।
তৃণমূলের দলীয় সূত্রে খবর মিলেছে, মাস ছয়েক আগে তৃণমূলের টিকিটে নাকি রাজ্যসভার সাংসদ হতে চেয়েছিলেন কেরলের এই রাজনীতিক। জোড়াফুল শিবিরের বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, তখন তৃণমূল তরফে বলা হয়েছিল শশী থারুর ব্যক্তি প্রচারকে অগ্রাধিকার দেন। দলের প্রতীক তাঁর কাছে গুরুত্ব পায় না। কার্যত এই দাবিতেই তৃণমূলের শীর্ষস্থানীয়েরা নাকি শশী থারুর ঘাসফুলে যোগদানের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন।