EPIC দুর্নীতি নিয়ে মঙ্গলে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূল, প্রতিনিধি দলে কারা থাকছেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভূতুড়ে ভোটার নিয়ে সরগরম রাজনীতি। রাজধানীতেও আলোড়নের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে তারা ভোটার লিস্টের ভূত তাড়াবে। নির্বাচন কমিশনের এহেন পদক্ষেপ ঘিরেও প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, কীভাবে এই কাজ সম্পন্ন হবে, তা স্পষ্ট করে জানাতে হবে নির্বাচন কমিশনকে। কতগুলি ভুয়ো এপিক কার্ড ইস্যু করা হয়েছিল তাও জানাতে হবে কমিশনকে।
১১ মার্চ (মঙ্গলবার) বিকাল সাড়ে পাঁচটায় তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবে। তারপর তাঁরা সাংবাদিক সম্মেলন করবেন।
তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলে কারা থাকবেন?
রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
লোকসভার উপ দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার।
রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ।
লোকসভার সাংসদ কীর্তি আজাদ।
লোকসভার সাংসদ সাজদা আহমেদ।
লোকসভার সাংসদ অসিত কুমার মাল।
লোকসভার সাংসদ আবু তাহের খান।
রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক।
রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।