‘ভামিনী’! এবার ছায়াছবির পর্দায় গম্ভীরা নৃত্যশিল্প, কবে মুক্তি পাবে ছবি?

দিনাজপুরের বিখ্যাত গমীরা বা গম্ভীরা নৃত্য ও মুখোশ শিল্প এবার উঠে আসছে ছায়াছবির পর্দায়।

March 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনাজপুরের বিখ্যাত গমীরা বা গম্ভীরা নৃত্য ও মুখোশ শিল্প এবার উঠে আসছে ছায়াছবির পর্দায়। পরিচালক স্বর্ণায়ু মৈত্রের ছবি ভামিনী নির্মিত হয়েছে গম্ভীরাকে উপজীব্য করে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ। গম্ভীরা শিল্পকে সামনে এগিয়েছে থ্রিলার ধর্মী ছবির গল্প। চলচ্চিত্রের বাংলার প্রাচীন এই লোকশিল্প ফের একবার আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে আসছে। গম্ভীরা একটি বিলুপ্তপ্রায় মুখোশ নাচ।

আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি ভামিনী। ছবিতে এক গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ছবিতে বাস্তবের গমীরা শিল্পীরাও
অভিনয় করেছেন। চার জন মেয়ে, বাহা, মুন্নি, মেঘা ও সুহিতার লড়াইয়ের গল্পকে ঘিরেই এগিয়েছে সিনেমা।

ছবিতে সুহিতার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। মারাঠি অভিনেতা উমাকান্ত পাটিল ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন। গোটা ছবিটির শুটিং হয়েছে বালুরঘাট ও কুশমণ্ডিতে। মালদা ও দুই দিনাজপুরের প্রায় ৩০ জন থিয়েটার কর্মী অভিনয় করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen