দেশ বিভাগে ফিরে যান

EPIC ইস্যুতে সংসদে আজ সুর চড়াবে তৃণমূল সহ বিরোধীরা

March 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ শুরু সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তৃণমূল কংগ্রেস ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে সংসদের দুই কক্ষেই সরব হবে। ‘ইন্ডিয়া’ জোটকে একাট্টাও করেছে তৃণমূল কংগ্রেস, এরকমই জানা যাচ্ছে। ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সংসদে সরকারকে একসঙ্গে বিরোধীরা চেপে ধরবে বলেই জানিয়েছেন তৃণমূলের র‌াজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

জানা গিয়েছে বিরোধীদের তরফ থেকে মুলতুবি প্রস্তাব, জিরো আওয়ার, শর্ট ডিউরেশন ডিসকাশন, কলিং অ্যাটেনশন সহ সংসদীয় বিধি মেনে যা যা পথ খোলা আছে, সেই দিক দিয়ে এগোবে সকলে। জাতীয় শিক্ষা নীতিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সংসদে সরব হবে।

‘ওয়াকফ সংশোধনী বিল’ পাসের বিরুদ্ধে সরব হবে সকল বিরোধীরা

TwitterFacebookWhatsAppEmailShare

#Epic corruption, #India, #opposition, #tmc, #EPIC

আরো দেখুন