নাড্ডার জায়গায় বিজেপি সভাপতি করতে পারে মনোহরলাল খট্টরকে?
কে হবেন জেপি নাড্ডার উত্তরসূরি?
কে হবেন জেপি নাড্ডার উত্তরসূরি? চলতি মাসের মধ্যেই নাকি উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে বিজেপি সভাপতির দায়িত্ব নেন নাড্ডা।
নাড্ডার মেয়াদকাল শেষ হয়েছে। তারপরেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, যতক্ষণ না-পর্যন্ত রাজ্যে রাজ্যে সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দেওয়া যাবে না। দেশের অন্তত ৫০ শতাংশ রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। শোনা যাচ্ছে, ১৫ মার্চের মধ্যে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে।
দলের অন্দরের খবর, নাড্ডার জায়গায় নাকি বিজেপি সভাপতি করতে পারে মনোহরলাল খট্টরকে।
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল এখন লোকসভার সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী। মনোহরলাল ছিলেন সঙ্ঘের প্রচারক, আরএসএসের যোগ থাকায় তাঁর পাল্লা ভারী বলেই মনে করা হচ্ছে।
আবার শোনা যাচ্ছে, সাড়ে চার দশকের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি (সভানেত্রী) পেতে পারে বিজেপি! দীনদয়াল উপাধ্যায় মার্গের বাতাসে ভাসছে সুধা যাদবের নাম। মোদীর হাত ধরেই তাঁর রাজনীতিতে উত্থান। সুষমা স্বরাজ ছাড়া তিনিই একমাত্র মহিলা, যাঁকে সংসদীয় বোর্ডের সদস্য করেছে বিজেপি। দলের জাতীয় নির্বাচন কমিটিতেও রয়েছেন তিনি। সুধার পুত্রের বিয়েতে ১ মার্চ হাজির ছিলেন মোদী, তারপর থেকে সুধার নাম নিয়ে চর্চা চলছে।
তবে অনেকে মনে করছেন, বিজেপির ইতিহাসে পুরুষতান্ত্রিকতার ছোঁয়া আছে, ফলে সুধা যাদবের থেকে দৌড়ে এগিয়ে খট্টরই।