তথ্য যাচাই বিভাগে ফিরে যান

আজানের আগে মন্দিরে মাইক বন্ধের নির্দেশ? জানুন আসল সত্য 

September 16, 2020 | < 1 min read

দাবি

সম্প্রতি একটি পোস্ট বেশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হয়, মুর্শিদাবাদ জেলায় নাকি আজানের ১০ মিনিট আগে থেকে ৫০ মিনিট সব মন্দিরের মাইক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

https://www.facebook.com/Murshidabadpolice/posts/3265853356803981

খুব স্বভাবতই এরকম উস্কানিমূলক পোস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যথেষ্ট সক্ষম। ফলে কিছু সময়ের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

সত্যতা

পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। এমনটাই দাবি করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এমনকি যে ফেসবুক প্রোফাইল থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে, সেটিও একটি ভুয়ো প্রোফাইল। অর্থাৎ এরকম কোন নির্দেশ মুর্শিদাবাদে দেওয়া হয়নি। 

পুলিশ জনসাধারণকে এইরকম উস্কানিমূলক পোস্ট সত্যতা যাচাই না করে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে। এবং যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এইরকম পোস্ট শেয়ার করবেন, তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Azaan, #Fact Check

আরো দেখুন