আধারের তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেটের অনলাইন ভেরিফিকেশন

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হলে তবেই আধার কর্তৃপক্ষ কার্ড তৈরির দিকে এগবে।

March 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
আধারের তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেটের অনলাইন ভেরিফিকেশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২২ সাল থেকে অনলাইন বার্থ সার্টিফিকেট চালু করেছে রাজ্য সরকার। ‘জন্ম মৃত্যু তথ্য’ নামক পোর্টাল থেকে দেওয়া হচ্ছে জন্ম-মৃত্যুর যাবতীয় সংশাপত্র। প্রতিটি সার্টিফিকেটেই কিউআর কোড। সিদ্ধান্ত হয়েছে, এরপর থেকে ১৮ বছরের নীচে কারও আধার কার্ড তৈরি করতে গেলেই বার্থ সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া হবে, সেটি আসল কি না। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হলে তবেই আধার কর্তৃপক্ষ কার্ড তৈরির দিকে এগবে। না হলে আবেদনকারীকে ফিরে আসতে হবে।

সূত্রের খবর, ১৮ বছরের নীচে আধার কার্ড করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বার্থ সার্টিফিকেট জমা দিতে হয়। ১৮ বছরের ঊর্ধ্বে হলে জমা দিতে হয় সচিত্র ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র। সম্প্রতি দেখা গিয়েছে, শুধুমাত্র আধার কার্ড তৈরি করবে বলেই জাল বার্থ সার্টিফিকেটের চক্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দেশের নানা প্রান্তে। রাজ্যে রাজ্যে পুলিসি হানার পরও বাগে আনা যায়নি প্রতারণার বিরাট এই চক্রকে। এরপরই পুরো ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে দেশজুড়ে এমন পরিকল্পনা নেয় আধার কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেন, ‘পশ্চিমবঙ্গে বছরখানেক আগে আমরা এই পরিকল্পনায় হাত দিয়েছিলাম। সেটিও আরও নিখুঁতভাবে গুছিয়ে বাস্তবায়িত করাই এখন আমাদের লক্ষ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন