রাজ্য বিভাগে ফিরে যান

স্ত্রী করোনা পজিটিভ, কোয়রান্টিনে সূর্যকান্ত

September 16, 2020 | < 1 min read

করোনায় আক্রান্ত হলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্র। মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, মেদিনীপুরে ছিলেন ঊষাদেবী। তাঁকে সেখান থেকে বেলঘাটা আইডি হাসপাতালে নিয়ো আসা হয়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয় ওই হাসপাতালে।

স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ায় আপাতত নিভৃতবাসে থাকবেন সূর্যকান্ত। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মতো তিনিও করোনা পরীক্ষা করাবেন। দলীয় সূত্রে খবর, পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদানের কথা ছিল সিপিএমের রাজ্য সম্পাদকের। কিন্তু স্ত্রীর করোনা ধরা পড়ায় আপাতত সেগুলিতে যোগ দিতে পারবেন না সূর্যকান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19, #Surjya Kanta Mishra, #Coronavirus in West Bengal, #Usha Mitra

আরো দেখুন