Weather Update: তাপপ্রবাহের সতর্কতা একাধিক জেলায়, কবে দেখা মিলবে স্বস্তির বৃষ্টির?
ছ’টি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবার শহরে থাকবে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।
দক্ষিণবঙ্গের ছ’টি জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের এই ছ’টি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।